ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে শ্রীলঙ্কান পেসার উদানা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে শ্রীলঙ্কান পেসার উদানা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কান পেসার ইসুরু উদানা। সম্প্রতি ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজজয়ী দলের সদস্য ছিলেন এই বাঁহাতি।

উদানা লঙ্কানদের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫৬টি ম্যাচ খেলেছেন। যেখানে উইকেট পেয়েছেন ৪৫টি।

অবসর নেওয়ার সময় উদানা জানান দলে তরুণদের সুযোগ দিতেই তিনি সরে গেলেন, ‘আমি বিশ্বাস করি সরে যাওয়ার এটাই সেরা সময় এবং নতুনদের দলে সুযোগ পাওয়ার জন্যও এটা দলকার ছিল। ’

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩৩ বছর বয়সী উদানা।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।