ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনে ঘাম ঝরাল বাংলাদেশ-অস্ট্রেলিয়া

স্পোর্টস ফটোগ্রাফার, শোয়েব মিথুন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
অনুশীলনে ঘাম ঝরাল বাংলাদেশ-অস্ট্রেলিয়া ছবি: শোয়েব মিথুন

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে কঠোর অনুশীলনে নেমে পড়ল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। রোববার (০১ আগস্ট) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকালে টাইগাররা ঘাম ঝরায়।

পরে বিকেলে অনুশীলনে নামে অজি দল।

অনুশীলনে গোল হয়ে টিম মিটিং সারছে বাংলাদেশ দল।

দলের অনুশীলন পর্যবেক্ষণ করছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।

ফুটবল খেলায় মেতে উঠেছেন সাকিব-রিয়াদরা।

রানিং করছেন ক্রিকেটাররা।

স্পিন কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে আলোচনা সারছেন ডমিঙ্গো।

অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

বাংলাদেশ দলের জন্য ভয়ের কারণ হতে পারেন অজি পেসার মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডরা।

নেটে ব্যাটিং সেশন কাটালেন সফরকারী ব্যাটসম্যানরা।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।