ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

পরিসংখ্যানে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
পরিসংখ্যানে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (০৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই টাইগারদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। এর আগে টি-টোয়েন্টিতে চার বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টাইগাররা। সবগুলো ম্যাচই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের। যদিও আগের সব ম্যাচে হেরেছিল বাংলাদেশ।

একনজরে দুদলের মধ্যকার টুকিটাকি পরিসংখ্যান:

আইসিসি র‌্যাংকিং

বাংলাদেশ: দশম, অস্ট্রেলিয়া: পঞ্চম 

দলীয় সর্বোচ্চ

বাংলাদেশ: ১৫৬/৫ বেঙ্গালুরু, ২০১৬। অস্ট্রেলিয়া: ১৫৮/৩ ঢাকা, ২০১৪।

দলীয় সর্বনিম্ন

বাংলাদেশ: ১১৪/১০ ব্রিজটাউন, ২০১০। অস্ট্রেলিয়া: ১২৪/১ কেপটাউন, ২০০৭।

সবচেয়ে বেশি রান

বাংলাদেশ: পক্ষে সাকিব আল হাসান (১৪৩), অস্ট্রেলিয়া: পক্ষে ডেভিড ওয়ার্নার (৮১)

সেরা ইনিংস:

বাংলাদেশ: সাকিব আল হাসান, ৬৬। অস্ট্রেলিয়া: ম্যাথু হেইডেন, ৭৩*

সবচেয়ে বেশি উইকেট

বাংলাদেশ: সাকিব আল হাসান, ৫। অস্ট্রেলিয়া: ডার্ক নানেস, ৪

সেরা বোলিং ফিগার

বাংলাদেশ: সাকিব আল হাসান, ৩/২৭। অস্ট্রেলিয়া: ডার্ক নানেস, ৪/১৮

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।