ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

কোচ হিসেবে বাংলাদেশে এলেন টাইবু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
কোচ হিসেবে বাংলাদেশে এলেন টাইবু

জিম্বাবুয়ে ক্রিকেটের সোনালী সময়ের অন্যতম তারকা ক্রিকেটার টাটেন্ডা টাইবু। খেলোয়াড় হিসেবে অনেকবার বাংলাদেশে এলেও এবার তার আগমন ঘটেছে কোচ হিসেবে।

 

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ব্যাটিং প্রশিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে।  

এর আগে গত ২ আগস্ট বাংলাদেশে আসেন টাইবু। ইতোমধ্যে তার ৩ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়েছে। এখন ব্যাটিং প্রশিক্ষকের দায়িত্ব শুরু করতে আর কোনো বাধা থাকল না ৩৮ বছর বয়সীর।  

বিকেএসপির ক্রীড়া পরিচালক মাজহারুল হক বলেন, 'টাইবুর সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। এক বছর পর চুক্তির মেয়াদ বাড়তে পারে। আশা করি তাকে পেয়ে শিক্ষার্থীরা উপকৃত হবে। '

মাজহারুল হক আরও বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে বিকেএসপিতে শিক্ষার্থীরা আসতে শুরু করবে। তখনই শুরু হবে টাইবুর কাজ।  

টেস্ট ইতিহাসের সবচেয়ে কম বয়সী অধিনায়ক টাইবু জিম্বাবুয়ের জার্সিতে ১১ বছর খেলেছেন। এই সময়ে ২৮ টেস্টে করেছেন ১৫৪৬ রান। ১৫০ ওয়ানডেতে তার সংগ্রহ ৩৩৯৩ রান ও ১৭ টি-টোয়েন্টিতে ২৫৯ রান।  

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।