ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার লজ্জার হার নিয়ে মেতেছেন ভন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
অস্ট্রেলিয়ার লজ্জার হার নিয়ে মেতেছেন ভন

অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে গোটা দেশ ভাসছে আনন্দে।

টাইগার সমর্থকদের পাশাপাশি এই সিরিজ খুশির উপলক্ষ্য এনে দিয়েছে অজিদের শত্রুদেরও। ক্রিকেটে শত্রুদেশ অস্ট্রেলিয়ার পরাজয়ে ভীষণ খুশি সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।

১৪৪ বছরের ক্রিকেট ইতিহাসে গতকাল ৬২ রানে গুটিয়ে গিয়ে ক্রিকেটের যেকোনো সংস্করণে সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড গড়েছে অজিরা। ১৩.৪ ওভারে অলআউট হয়েও গড়েছে লজ্জার ইতিহাস। এত কম সময়ের মধ্যে যে অস্ট্রেলিয়ার ইনিংস আর কখনোই গুটিয়ে যায়নি। এই বিষয়েও খোঁচা মারতে ভুল করেননি ভন।

নিজের টুইটারে ভন লিখেছেন, ‘৬২ রানে অলআউট হলো অস্ট্রেলিয়া। গলা ভিজিয়ে নেওয়ার এইতো সময়!’

অস্ট্রেলিয়ার ৬২ রানে গুটিয়ে যাওয়ায় যে ভন দারুণ খুশি, তার এ টুইটেই সেটি বুঝা যায়। চিরশত্রুদের এমন করুণ অবস্থায় তাই খোঁচা মারলেন। বিরূপ মন্তব্য করাই যেন মাইকেল ভনের কাজ! ইংল্যান্ডের সাবেক এ অধিনায়ক ভারত ও অস্ট্রেলিয়া দলকে নিয়ে প্রায়ই ট্রলে মাতেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।