ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে অজিদের হার কন্ডিশনের কারণে: রিকি পন্টিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
বাংলাদেশের বিপক্ষে অজিদের হার কন্ডিশনের কারণে: রিকি পন্টিং রিকি পন্টিং/সংগৃহীত ছবি

ক’দিন আগেই বাংলাদেশের মাটিতে ৪-১ ব্যবধানের হার নিয়ে দেশে ফিরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তাদের এমন লজ্জাজনক হারের পেছনে কন্ডিশন না বোঝাকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং।

 

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল এ অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের কন্ডিশনে অস্ট্রেলিয়া দলটি অনভ্যস্ত হওয়ায় পারফরম্যান্সে ভরাডুবি হয়েছে। এমন কন্ডিশনে আমাদের স্কিল ও জ্ঞানের স্বল্পতা আবারও ব্যর্থতা ডেকে আনল। ক্রিকেট নিয়ে যতটুকু স্মৃতি আমার মনে পড়ে ততটুকুতেই এই কন্ডিশন নিয়ে আমাদের ভোগান্তি বিদ্যমান। বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে টেস্টে। '

এদিকে বাংলাদেশ সফরে মূল দলের অনেককেই পাঠায়নি অস্ট্রেলিয়া। হারের কারণ হিসেবে এ বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছেন পন্টিং। তিনি বলেন, 'সফরে অস্ট্রেলিয়ার প্রথম সারির অন্তত ১০ জন ক্রিকেটার ছিলেন না। বিশ্বকাপে তারা ফিরলে দল ঠিকই ভালো করবে। ৩-৪ মাস ধরে যারা খেলায় নেই তাদের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের বিরুদ্ধে খেলা দরকার। বিশ্বকাপের কন্ডিশনে, আইপিএলের মতো লিগে তাদের সেরা প্রস্তুতি হতে পারে। '

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।