ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

ক্রিকেট

উইন্ডিজদের এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
উইন্ডিজদের এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয়

সফরকারী পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টের চতুর্থ দিনে ক্যারিবীয়রা এক উইকেটে হারিয়েছে বাবরবাহিনীকে।

১০ নম্বর ব্যাটসম্যান কেমার রোচ ও ১১ নম্বর ব্যাটসম্যান জয়ডেন সিলসের ব্যাটে চরম নাটকীয় ম্যাচে জয় পেয়েছে উইন্ডিজ।

জামাইকার সাবিনা পার্কে টেস্টের চতুর্থ দিন পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শাহীন আফ্রিদির বোলিং তোপে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৬ রানেই হারায় শীর্ষ তিন ব্যাটসম্যানকে। তবে মিডল অর্ডারে রোস্টন চেজ ও জার্মেইন ব্ল্যাকউড লড়াই জমিয়ে তোলেন।

চেজ ২২ ও ব্ল্যাকউড ৫৫ রানের ইনিংস খেলেন। এই দুজনের বিদায়ের পর ফের বিপর্যয়ে পড়ে ক্যরিবীয়রা। অষ্টম উইকেটের পতন যখন ঘটে তখনও জয়ের জন্য ২৬ রান দরকার ছিল উইন্ডিজের। আর নবম উইকেট যখন পড়ে তখন জেতার জন্য দরকার ছিল ১৬ রান। এরপর পাকিস্তানী বোলারদের বিপক্ষে ৪ ওভারেরও বেশি সময় সংগ্রাম করেন কেমার রোচ ও সিলস। ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে দুজন।

রোচ ৫২ বল খেলে ২টি চারের মাধ্যমে ৩০ রান করেন। অন্যদিকে, ১৩ বল খেলে ২ রানে অপরাজিত থাকেন সিলস। পাকিস্তানের পক্ষে শাহীন আফ্রিদি ৪টি ও হাসান আলী ৩টি উইকেট নেন।  

বল হাতে দুই ইনিংসে ৮ উইকেট ও ব্যাট হাতে জয়সূচক রান নিয়ে ম্যাচসেরা হন উইন্ডিজের জয়ডেন সিলস।  

দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২০ আগস্টে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।