ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

স্থগিত হলো আফগানিস্তান-পাকিস্তান সিরিজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
স্থগিত হলো আফগানিস্তান-পাকিস্তান সিরিজ

আগেই শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আইসিসি ওয়ানডে সুপার লিগের এই সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

সোমবার রাতে এক টুইটে সিরিজটি স্থগিতের কথা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি বলছে, নতুন সূচিতে আগামী বছর সিরিজটি খেলার চেষ্টা করা হবে।

উল্লেখ্য আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি, ভ্রমণ জটিলতা ও করোনাভাইরাসের প্রাদুর্ভাব- সবকিছু বিবেচনাতেই দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।