ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রাতে দেশে ফিরছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
রাতে দেশে ফিরছেন সাকিব

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ (২৪ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত ১১ আগস্ট অস্ট্রেলিয়া সিরিজ শেষ করেই পরিবারের কাছে যুক্তরাস্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি।

দেশে ফিরেই জৈব সুরক্ষা বলয়ে অবস্থান করবেন তিনি।  

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে পৌঁছে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশে এসেই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন কিউইরা। এদিকে সিরিজকে সামনে রেখে গত ২২ আগস্ট থেকেই কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারও জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছিলেন। তবে আজ (২৪ আগস্ট) থেকে সবার জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ বাধ্যতামূলক।  

সাকিব আজ দেশে ফিরে কোয়ারেন্টিন শেষ করে শুক্রবার (২৭ আগস্ট) দলের সঙ্গে প্রথম প্র্যাকটিস সেশনে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।