ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ছবিতে টাইগারদের অনুশীলনের প্রথম দিন

শোয়েব মিথুন, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
ছবিতে টাইগারদের অনুশীলনের প্রথম দিন অনুশীলনের আগে শিষ্যদের উদ্দেশে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর বক্তব্য/ছবি: শোয়েব মিথুন

তিন দিনের কোয়ারেন্টিন পর্ব শেষে নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। একই দিনে অনুশীলনে নেমেছে কিউইরাও।

 

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে শুক্রবার সকাল ১০টায় অনুশীলন শুরু করে টাইগাররা। অস্ট্রেলিয়া সিরিজে না থাকা মুশফিকুর রহিম, লিটন দাসরাও যোগ দিয়েছেন অনুশীলনে। তবে ছিলেন না সাকিব আল হাসান। সাকিব যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন ২৪ আগস্ট দিনগত রাতে। ফলে দলের বাকি সবার কোয়ারেন্টিন পর্ব শেষ হলেও সাকিবকে আরও একদিন অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে দলের সঙ্গে যোগ দেওয়ার আগে সাকিবকে দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে।

শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয় টাইগারদের অনুশীলন। তবে ক্রিকেটাররা মাঠে প্রবেশ করেন সাড়ে ৯টায়। এরপর ওয়ার্ম আপ শেষ ফিল্ডিং ও ক্যাচ অনুশীলনে ঘাম ঝরান রিয়াদ-মুশফিকরা। । দুপুর ২টা পর্যন্ত চলে নেট সেশন। ছবিতে দেখুন টাইগারদের প্রথম দিনের অনুশীলনের কিছু মুহূর্ত…

লঙ্কান স্পিন কিংবদন্তি ও টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন তাইজুল-নাসুমরা।

‘সব ঠিক আছে’- টাইগারদের অনুশীলনে খুশি ডমিঙ্গো দেখানেল ‘ওকে’ চিহ্ন।

চলছে দুই দলে ভাগ হয়ে টাইগারদের ফুটবল খেলা।

‘এবার কিন্তু ভালো কিছু করব’- প্রধান কোচকে কি এমন কিছুই বলছেন সৌম্য?

অস্ট্রেলিয়া সিরিজে না খেলতে পারলেও কিউইদের বিপক্ষে আছেন মুশফিক।  অনুশীলনের প্রথম দিনে খেলেছেন ফুটবলও।

অস্ট্রেলিয়া সিরিজে না খেলতে পারা আরেক ক্রিকেটার লিটন দাসও দেখালেন ফুটবল ঝলক।

ব্যাটিং অনুশীলনে নামছেন মুশফিক।

বল হাতে জাদু দেখানোর প্রস্তুতি নিচ্ছেন মোস্তাফিজ।

তাসকিন-শরিফুলের মাঝখান থেকে মাথা বের করে উপস্থিতি জানান দিচ্ছেন মোস্তাফিজ।  এই তিনজনই বাংলাদেশের পেস বোলিং আক্রমণের তিন ‘মাথা’।

বাংলাদেশ দলের অনুশীলন শেষে প্রস্তুতি নিতে মাঠে নামে নিউজিল্যান্ড দলও।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।