ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলা টাইগার্সের অধিনায়ক ডু প্লেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
বাংলা টাইগার্সের অধিনায়ক ডু প্লেসি

আবুধাবি টি-টেন লিগের আসন্ন আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি। একইসঙ্গে দলটির নেতৃত্বও দেবেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক।

 

বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সকে নিয়ে বাংলাদেশি সমর্থকদের মধ্যে উন্মাদনা দেখা যায়। এবার ডু প্লেসি যুক্ত হওয়ায় সেই উন্মাদনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতের ৫০তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এবার পঞ্চম সংস্করণের ব্যাপ্তি একটু বাড়ানো হয়েছে। আগের চার আসরের মধ্যে দুইটি আসর অল্প সময়ের মধ্যে শেষ হয়েছিল।  

এবার বিশ্বকাপের পরপরই গড়াবে টি-টেন লিগ। ফলে আন্তর্জাতিক ব্যস্ততা থাকবে না। যে কারণে এবারের আসরে বিশ্বের প্রথম সারির ক্রিকেটারদের খেলতে দেখা যাবে। তাছাড়া এবার বিশ্বকাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ফলে আইপিএল ও বিশ্বকাপের পর কোয়ারেন্টিনের ঝামেলা ছাড়াই টি-টেন লিগে খেলবেন বড় তারকারা।

আবুধাবি টি-টেন লিগের নতুন সংস্করণ মাঠে গড়াবে নভেম্বরে। শেষ হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।