ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কিউইদের ১৪২ রানের 'বড়' লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
কিউইদের ১৪২ রানের 'বড়' লক্ষ্য দিল বাংলাদেশ

মিরপুরের 'ব্যাটসম্যানদের বধ্যভূমি' পিচে ১০০ পার করাই যেখানে কঠিন, সেখানে বাংলাদেশ পেয়েছে ১৪১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।  দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও লিটন দাসের ব্যাটে সাবধানী শুরু পেয়েছিল বাংলাদেশ।

মাঝে দ্রুত কয়েকটি উইকেট পতনের পর শেষদিকে হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আর তাতে ভর করে ৬ উইকেট হারিয়ে কিউইদের সামনে ১৪২ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আগের ম্যাচ জেতা বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে নিউজিল্যান্ড দলে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক অভিষেক হচ্ছে তরুণ মিডিয়াম পেসার বেন সিয়ার্সের। এছাড়া একাদশে ফিরেছেন হামিশ বেনেট। একাদশ থেকে বাদ পড়েছেন ব্লেয়ার টিকনের এবং জ্যাকব ডাফি।

শুরুতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখের ব্যাটে সাবধানী শুরু পেয়েছিল বাংলাদেশ। দুইজনের ব্যাট পাওয়ার প্লেতে এসেছে ৩৬ রান। কিন্তু ইনিংস দীর্ঘ করতে পারেননি লিটন।  

কিউই স্পিনার রাচিন রবীন্দ্রের বলে অদ্ভুতভাবে আউট হয়েছেন এই ডানহাতি ওপেনার। শর্ট বল বাইরে বেরিয়ে যাওয়ার আগে লেগ সাইডে পাঠিয়ে সিঙ্গেল নিতে চেয়েছিলেন লিটন, কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে স্ট্যাম্প ভেঙে দেয়।  

বিদায়ের আগে নাঈমকে নিয়ে ৫৭ বলে ৫৯ রান যোগ করেন লিটন। শুরুর দিকে স্পিনার ম্যাকনকির বলে তুলে মারতে গিয়ে গ্র্যান্ডহোমের কাছে ক্যাচ তুলে দিয়েও বেঁচে যাওয়া লিটন আউট হন ২৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৩ রানের ইনিংস খেলে।

লিটনের বিদায়ের ঠিক পরের বলেই বলেই স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হন মুশফিকুর রহিম (০)। রবীন্দ্রর ঝুলিয়ে দেওয়া বলে খেলতে গিয়ে মিস করেছেন মুশফিক, তবে ক্রিজে পা ফেরাতে পারেননি। টম ল্যাথাম ভেঙেছেন স্টাম্প। এরপর ক্রিজে আসা সাকিব আল হাসান ১১তম ওভারে ম্যাকনকিকে দুটি চার মারলেও শেষ বলে তাঁকে তুলে মারতে গিয়ে আউট সাকিব। ৭ বলে ১২ রান করে আউট হন তিনি।

সাকিবের বিদায়ের পর নাঈমের সঙ্গে জুটি বাঁধেন মাহমুদউল্লাহ। নাঈম ফিফটির দিকে ছুটছিলেন। কিন্তু রাচিন রবীন্দ্রর বলে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে বিদায় নিয়েছেন এই বাঁহাতি ওপেনার। তার ব্যাট থেকে এসেছে ৩৯ বলে ৩ চারে ৩৯ রান। রিয়াদ-নাঈমের জুটিতে আসে ৩৪ রান। এরপর টিকতে পারেননি আফিফ হোসেনও (৩)। এজাজ প্যাটেলের বলে ক্যাচ তুলে বিদায় নেন এই বাঁহাতি।  

শেষদিকে রিয়াদের ব্যাটে দেখা মেলে স্ট্রোকের ছটা। ১৯তম ওভারে ব্রেসওয়েলের বলে তার দুই বাউন্ডারিসহ আসে ১৩ রান। আর শেষ ওভারে রিয়াদ ও নুরুল হাসান মিলে তোলেন ১১ রান। অধিনায়ক রিয়াদ অপরাজিত থাকেন ৩২ বলে ৩৭ রান নিয়ে। বেনেটের করা শেষ ওভারের শেষ বলে তুলে মারতে গিয়ে আউট হন ১৩ রানের ইনিংস খেলা সোহান।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।