ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিসিবির ফিক্সড ডিপোজিট ৯০০ কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
বিসিবির ফিক্সড ডিপোজিট ৯০০ কোটি টাকা!

করোনাকালে বেশিরভাগ ক্রিকেট বোর্ড আর্থিক ধাক্কার সম্মুখীন হয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সেই ঝক্কি পোহাতে হয়নি।

একজন কর্মীও ছাঁটাই করতে হয়নি। উল্টো খরচের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মুনাফা।

আজ শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বোর্ডের ফিক্সড ডিপোজিট এখন ৯০০ কোটি টাকার। তিনি বলেন, 'বিসিবির অনেক টাকা বেড়েছে। যা বিসিবির আয় থেকেই এসেছে। আমাদের সব স্পনসর স্থানীয়, দেশের বাইরের না। আমরা টাকা অনেক কম পাই। তবু এই দুই মেয়াদে আমাদের এফডিআরে প্রায় ৯০০ কোটি টাকার মতো আছে। বিদেশি বড় বড় স্পন্সর বাদ দিয়ে সব দেশি স্পন্সর নিয়ে আমরা ক্রিকেটার ও কোচিং স্টাফদের বেতন বাড়িয়েছি। '

ক্রিকেট বোর্ডের ক্রমবর্ধমান আয়ের পাশাপাশি ব্যয় বৃদ্ধির ব্যাপারটি তুলে ধরে পাপন আরও বলেন, 'প্রতি বছর এসব সমালোচনা অনেক শুনেছি। বিসিবি কত টাকা পেয়েছে আমাকে এটা বলুন। আগে একটা হেড কোচ থাকত। এখন ফিল্ডিং কোচ, বোলিং কোচ, ব্যাটিং কোচ, ট্রেনার- এসব শুধু জাতীয় দলের। তারপর রইল এইচপি, মহিলা দল, এমনকি অনূর্ধ্ব-১৯ দলের কোচও তো বিদেশি। কি পরিমাণ খরচ বিসিবির, বুঝতে হবে। '

আইসিসি থেকে প্রাপ্ত অর্থের পরিমাণও দিনে দিনে বাড়ছে বলে জানান বিসিবি বস, 'আইসিসি থেকে প্রাপ্য অর্থ বাড়বে সামনে। ২০২৩ সাল থেকে আমরা অনেক বেশি পাব। আমাদের এত দিন যে অনুপাতে দিয়ে এসেছে, ওটা ঠিক না। আমি ওদের কাছে চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু আট বছরের অর্থচক্রে পড়ে গিয়েছি। ২০২৩ থেকে অস্ট্রেলিয়ার সমান টাকা পাবে বাংলাদেশ। এত বছর ধরে, আমাদের জিম্বাবুয়ের সমান দিত। '

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।