ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নারী ক্রিকেট নিষিদ্ধ হলে আফগানদের সঙ্গে টেস্ট খেলবে না অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
নারী ক্রিকেট নিষিদ্ধ হলে আফগানদের সঙ্গে টেস্ট খেলবে না অস্ট্রেলিয়া

আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার দেশটির সকল ধরনের খেলায় মেয়েদের নিষিদ্ধ করছে। তবে এমনটি মেনে নেবে না ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের (সিএ) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আফগানিস্তানের মেয়েদের ক্রিকেট খেলতে না দিলে ছেলেদের বিপক্ষে টেস্ট খেলবে না তারা।

এক বিবৃতিতে সিএ জানায়, ‘ক্রিকেট সম্পর্কে আমাদের ধারণা পরিস্কার। এটা এমন একটা খেলা যেটা সবাই খেলতে পারে। যে কোনো স্তরে মেয়েদের ক্রিকেট খেলাকে আমরা সমর্থন করি। সংবাদমাধ্যমে জানা গিয়েছে মেয়েদের ক্রিকেটকে সমর্থন করছে না আফগানিস্তান। এই সিদ্ধান্ত বহাল থাকলে আফগানিস্তানের ছেলেদের বিপক্ষে হোবার্টে যে টেস্ট আয়োজন করার কথা ছিল তা সম্ভব নয়। ’

এদিকে অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলব্যাক বলেন, ‘তালেবানের ওপর নজর রাখা হচ্ছে। এটা চিন্তার বিষয়। মেয়েদেরকে যে কোনো রকম খেলা থেকে বাদ দেওয়া মানা যায় না। ’

ইতোমধ্যে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছেও এই বিষয়টি জানিয়েছেন কোলব্যাক। তিনি বলেন, ‘এই ভয়ঙ্কর রায়ের বিরুদ্ধে আইসিসির পদক্ষেপ নেওয়া উচিত। ’

আইসিসির পক্ষ থেকে বলা হয়, ‘আইসিসির পরের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আফগানিস্তানের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও দারুণ সাফল্য পেয়েছে ওরা। ’

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।