ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রধানমন্ত্রীর কথায় উজ্জীবিত মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
প্রধানমন্ত্রীর কথায় উজ্জীবিত মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পর তীব্র সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ দল। তবে এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী শেখা হাসিনা পাশে দাঁড়িয়েছেন টাইগারদের।

প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা পেয়ে উজ্জীবিত টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, মাঠে নিজেদের শতভাগের বেশি উজাড় করে দিয়ে প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন তারা।  

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে ঘরের মাটিতে হারিয়ে প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হেরে বসে তারা। পরে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভ পর্বে উঠলেও সব ম্যাচে হেরে যায় তারা। এতে সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগের মাধ্যমে তুলোধুনা হতে হয় তাদের। তাছাড়া সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের বিতর্কিত মন্তব্যও সমর্থকদের ক্ষোভের আগুনে ঘি ঢালে। এরইমধ্যে দল দেশে ফিরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে চলেছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পাশে থাকার বার্তা দিলেন।

গতকাল বুধবার (১৭ নভেম্বর) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স খরা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা এতো হতাশ হন কেন? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তারা খুব চমৎকার খেলেছে। মহামারির কারণে ঠিকমতো অনুশীলন করতে না পেরেও তারা বিশ্বকাপে খেলছে এবং বেশ কয়েকটি দেশকে হারাতে পেরেছে, এটাই তো বড় কথা। বাংলাদেশ বিশ্বকাপে খেলে এসেছে, এটাই তো বেশি। আমি বলবো, যেটুকু পেরেছে সেটাই ভালো। আমি চাচ্ছি, আরো বেশী তাদেরকে অনুশীলন করানো হোক। যাতে তারা খেলায় আরও উন্নতি করতে পারে। কথায় কথায় এতো হতাশ হওয়া তো ঠিক না।

ক্রিকেটারদের নিয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক বক্তব্যের ব্যাপারে পাকিস্তান সিরিজের আগের দিন সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, '(প্রধানমন্ত্রীর বক্তব্য) আমি শুনেছি এবং দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। উনার কথা আমাদের অনেক অনুপ্রাণিত করবে। আমাদের দলের জন্য এটা ইতিবাচক কথা। উনি যেভাবে আমাদের অনুপ্রাণিত করেন, যেভাবে আগলে রাখেন, যেভাবে সমর্থন করেন, এটা এককথায় অবিশ্বাস্য। এজন্য তাকে অনেক ধন্যবাদ। আমরা এটা নিশ্চিত করতে চাই যেন নিজেদের শতভাগের বেশি দিয়ে খেলতে পারি। '

আগামীকাল শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এই ম্যাচ দিয়ে প্রায় দেড় বছর পর মিরপুরে ফিরছে দর্শক। তবে করোনা সংক্রমণের কথা ভেবে এবার টিকিট বিক্রি হচ্ছে ৫০ ভাগ এবং মাঠে প্রবেশের আগে ১৮ বছরের বেশি বয়সী দর্শকদের কোভিডের টিকা গ্রহণের সনদ দেখাতে হবে।  

আরও পড়ুন- বাংলাদেশ বিশ্বকাপে খেলেছে এটাই তো বেশি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।