ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শেন ওয়ার্নও অজি নেতৃত্বে কামিন্সকে চান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
শেন ওয়ার্নও অজি নেতৃত্বে কামিন্সকে চান

অস্ট্রেলিয়ান ক্রিকেটে ফের টালমাটাল পরিস্থিতি। তাসমানিয়া ক্রিকেট সংস্থায় কর্মরত এক নারীকে চার বছর আগে মোবাইলে আপত্তিজনক, অশ্লীল বার্তা পাঠানোর ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় টিম পেইন টেস্টের অধিনায়কত্ব থেকে সরে যান।

এই ঘটনাটি ঘটল ঐতিহ্যবাহী অ্যাশেজ শুরু হওয়ার কিছুদিন আগেই।

এরপরেই নতুন অধিনায়কের খোঁজ চলছে। এই তালিকায় এগিয়ে আছেন প্যাট কামিন্স। আর এই পেসারকেই অজি নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া উচিত বলে মনে করেন শেন ওয়ার্ন। স্পিন কিংবদন্তি অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে লিখেন, ‘আমার মতে, প্যাট কামিন্সকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার এটাই সঠিক সময়। নতুন এই বিতর্ক আসার আগে থেকেই আমার এটা মনে হচ্ছিল। ’

ওয়ার্ন মনে করেন, এই মুহূর্তে দলের সহ-অধিনায়ক কামিন্সই যোগ্যতম বিকল্প,‘কামিন্স এখন অস্ট্রেলিয়ার পোস্টার বয়। সারা বিশ্বে সম্মান আদায় করে নিয়েছে। ওকেই অধিনায়ক করা হোক। ’

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।