ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

র‌্যাংকিংয়ে এগোলেন আফিফ, পেছালেন নাঈম-রিয়াদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
র‌্যাংকিংয়ে এগোলেন আফিফ, পেছালেন নাঈম-রিয়াদ

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের ব্যর্থতার সময়ে ব্যাট হাতে ভালোই ফর্ম দেখিয়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটার আফিফ হোসাইন। পুরস্কার হিসেবে সম্প্রতি আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ে এগিয়েছেন তিন।

অপরদিকে অবনতি হয়েছে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ ও ওপেনার নাঈম শেখের।

আজ বুধবার (২৪ নভেম্বর) আইসিসির প্রকাশিত ব্যাটারদের র‌্যাংকিংয়ে ২৯ ধাপ এগিয়ে আছেন ৮৫তম স্থানে উঠে এসেছেন আফিফ হোসাইন। তরুণ এ ব্যাটারের পাশাপাশি র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে শেখ মেহেদি হাসানেরও। ৪৬ ধাপ এগিয়ে তিনি জায়গা করে নিয়েছেন ২৫৫ নম্বরে।

ব্যাট হাতে ওপেনিংয়ে পাকিস্তান সিরিজে ব্যর্থ হওয়া নাঈম শেখ তিন ধাপ পিছিয়ে ২৩তম জায়গায় রয়েছেন। এক ধাপ নিচে নেমে ৩০তম স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।