ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার স্পিন ঘূর্ণিতে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
শ্রীলঙ্কার স্পিন ঘূর্ণিতে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

গল টেস্টে শ্রীলঙ্কার স্পিন ঘূর্ণিতে ধুকছে ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানদের দেওয়া ৩৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই পরপর উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

ক্যারিবিয়দের এমন বিপর্যয়ে জয়ের খুব কাছে পৌঁছে গেল সফরকারীরা।

শ্রীলঙ্কার দেওয়া বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে মহাবিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে ৬টি উইকেট। দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি তাদের কেউই। ক্যারিবিয়ান শিবিরে এরূপ আঘাত হানেন রমেশ ও লাসিথ। রমেশ চারটি এবং লাসিথ দুইটি উইকেট নিয়েছেন।

সপ্তম উইকেটে ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চতুর্থ দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৫২ রান। ম্যাচ জিততে হলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন এখনো ২৯৬ রান। বনার ৪৭ বলে ১৮ রান ও জশুয়া ডি সিলভা ৫২ বলে ১৫ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।