ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘এবার ভালো কিছু করে দেখাব ইনশাআল্লাহ্’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
‘এবার ভালো কিছু করে দেখাব ইনশাআল্লাহ্’

নিউজিল্যান্ড সফরে কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। কোয়ারেন্টাইনের বেড়াজালে আবদ্ধ ক্রিকেটাররা একটুখানি দেখা বা কথা বলার সুযোগ পেলেই অনেকখানি স্বস্তি পান।

অনুশীলনের অনুমতি পেয়েও ফের কোয়ারেন্টাইনে থাকা টাইগাররা মাঠে নামবেন কবে? সে বিষয়টি জানিয়েছেন পেসার শরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ্‌ আমাদের অনেক ভালো লাগছে। আজ আমাদের একটি কোভিড টেস্ট নিয়েছে, এটা যদি নেগেটিভ আসে তাহলে আগামীকালের পরের দিন (পরশু) আমরা অনুশীলনে যাব। এটা নিয়ে সবার মধ্যেই রোমাঞ্চ কাজ করছে। ’

দীর্ঘদিন ধরে হোটেলবন্দি থাকা শরিফুলরা মাঠে নামতে মরিয়া হয়ে আছেন। তাই কোভিড যেন নেগেটিভ আসে, সেজন্য সবার কাছে দোয়ার আবেদন করলেন। শরিফুল বলেন, ‘আমরা অনেকদিন ধরে কাজ করছি না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সবার রেজাল্ট নেগেটিভ আসে। ’

নিউজিল্যান্ড সরকারের কঠোর বিধিনিষেধের কারণে পৃথক ভাগে ভাগ করে হোটেলে রাখা হয়েছে বাংলাদেশ দলকে। তবে এখন তারা পরস্পর দেখা করতে পারছেন। আর এতেই অনেক উচ্ছ্বাস শরিফুলের কণ্ঠে। তিনি বলেন, ‘আমরা আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি। আমাদের দুইটা গ্রুপ করে দিয়েছে। আমরা প্রতিদিনই সময় করে নিচে এসে দুই-তিনবার দেখা করতে পারি। সামাজিক দূরত্ব মেনে কথা বলতে পারি। তখন ভালো লাগে- একজন আরেকজনের চেহারা দেখলে। ’

নিউজিল্যান্ডে বাংলাদেশের পরিসংখ্যান ভালো না থাকলেও এবার ভালো কিছুর প্রত্যাশা ব্যক্ত করলেন শরিফুল, ‘এবার ভালোকিছুর জন্য প্রত্যাশা করছি সবাই। ইনশাআল্লাহ্‌ এবার করে দেখাব ইনশাআল্লাহ্‌। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।