ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড বুন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড বুন

ফের ব্যাপক হারে ছড়াচ্ছে করোনা ভাইরাস। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও।

এবার করেনায় আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার ডেভিড বুন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বিবৃতিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড জানায়, 'অ্যাশেজ সিরিজে আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন পিসিআর টেস্টে করোনা পজিটিভ হয়েছেন। আইসিসির ম্যাচ রেফারি প্যানেলের আরেক সদস্য স্টিভ বার্নাড তার পরিবর্তে সিডনিতে অনুষ্ঠেয় চতুর্থ ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন। হোবার্টে অনুষ্ঠেয় শেষ টেস্ট ম্যাচে ডেভিড বুন ফিরে আসবেন। তিনি সুস্থ আছেন, ইতোপূর্বে বুস্টার ডোজসহ তিনি ভ্যাকসিন নিয়েছেন। বুন মেলবোর্নেই থাকছেন, তিনি দশ দিনের কোয়ারেন্টিনে থাকবেন। '

আগামী মাসের ৫ তারিখ থেকে মাঠে গড়াবে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। করোনায় আক্রান্ত হওয়ায় এই ম্যাচে রেফারি হিসেবে দেখা যাবে না বুনকে। অবশ্য ১৪ তারিখে শুরু হতে যাওয়া হোবার্ট টেস্টে পুনরায় দায়িত্বে ফিরবেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।