ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্টে ভালো করছে বাংলাদেশ, দাবি ডমিঙ্গোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
টেস্টে ভালো করছে বাংলাদেশ, দাবি ডমিঙ্গোর

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে প্রায় ২১ বছর হয়ে গেছে। কিন্তু এখনও এই দীর্ঘতম ফরম্যাটে বলার মতো সাফল্য পায়নি টাইগাররা।

টেস্ট ক্রিকেটে আসলে অভ্যস্তই হতে পারেননি দেশের ক্রিকেটাররা। পরিসংখ্যান বলছে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের পারফরফম্যান্স অবনতির দিকেই যাচ্ছে। কিন্তু টাইগারদের  প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর দাবি, সাদা পোশাকে দল আগের চেয়ে ভালো করছে!

কিছুদিন আগে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। এরপর দল গেছে নিউজিল্যান্ড সফরে। কিন্তু কিউইদের মাটিতে কোনো ফরম্যাটেই জিততে পারেনি বাংলাদেশ। টেস্টের অবস্থা তো আরও করুণ। বড় ব্যবধানে হারতে হয়েছে প্রতিবার। তবু সিরিজের প্রথম টেস্টের আগের দিন আজ শুক্রবার সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো বলেন, 'মাস দুয়েক ধরে খুব কঠিন সময় যাচ্ছে, সন্দেহ নেই। টেস্ট ম্যাচে আমরা দল হিসেবে উন্নতি করছি। ফলাফলে হয়তো সেই প্রতিফলন নেই, তবে টেস্ট ম্যাচে আমরা আগের চেয়ে ভালো করছি। '

এবার নিউজিল্যান্ড সফরে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তাদের অভাব অনুভূত হলেও ডমিঙ্গোর মতে, দল এতে খুব একটা অসুবিধায় পড়বে না। তিনি বলেন, 'আমাদের দু-একজন বড় ক্রিকেটার এখানে নেই, যা খুব একটা আদর্শ নয়। তবে অনেক ইতিবাচক দিকও আছে এটির। অনেক তরুণ ক্রিকেটার এখানে এসেছে, যারা নিউজিল্যান্ডে খুব একটা টেস্ট খেলেনি। আগের পারফরম্যান্সের ক্ষত তাই তাদের থাকবে না। এটিকে ইতিবাচক হিসেবে দেখতে হবে। আমরা জানি যে, টেস্ট ম্যাচে আমাদের রেকর্ড ভালো নয় এখানে। তবে আমরা রোমাঞ্চিত যে তরুণদের সামনে নিউজিল্যান্ডের স্বাদ পাওয়ার ও ভালো পারফর্ম করার ভালো সুযোগ আছে। '

আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টা থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।