ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ছবিতে ছবিতে দেশের ক্রীড়াঙ্গনের আলোচিত যত ঘটনা

শোয়েব মিথুন, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
ছবিতে ছবিতে দেশের ক্রীড়াঙ্গনের আলোচিত যত ঘটনা সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারানোর পর বাংলাদেশের মেয়েদের উদযাপন।

শেষ হতে চললো ২০২১ সাল। করোনা ভাইরাসকে পাশ কাটিয়ে বছরজুড়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন ছিল বেশ ফুরফুরে।

ক্রিকেট, ফুটবলসহ অনান্য খেলাও সমর্থকদের মন কেড়েছে।

দেশের সারা বছরের ক্রীড়াঙ্গনের চিত্র তুলে ধরেছেন বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট শোয়েব মিথুন।

পাঠকদের জন্য কয়েকটি মুহূর্ত দেওয়া হলো:

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে দর্শকদের উন্মাদনা।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে দর্শকদের করোনা সনদ দেখানো সাপেক্ষে মাঠে প্রবেশের সুযোগ দেওয়া হয়।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে এক পাকিস্তানি সমর্থক।

বাংলাদেশ ইমার্জিং দল আয়ারল্যান্ড উলভকে সিরিজ হারানোর পর ট্রফি উৎসব।

স্বাধীনতা কাপের শিরোপা জয়ের পর আবাহনী লিমিটেড।

নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন।

আলোচনায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন।

ফের বিসিবির প্রেসিডেন্ট নির্বাচিত হন নাজমুল হাসান পাপন।

নারী ফুটবল লিগে বসুন্ধরা কিংসের শিরোপা জয়।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে।

বিপিএল প্লেয়ার্স ড্রাফট।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সূর্য ও মেঘের লুকোচুরি খেলা।

ঘরোয়া হকিতে চ্যাম্পিয়ন মেরিনার্স।

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে শিরোপা জিতেছে দক্ষিণ কোরিয়া।

ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সিদ্ধান্তে উইকেট তুলে সাকিব আল হাসানের প্রতিবাদ।

 নাদির শাহর মৃত্যুর পর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্মরণ।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্ল্যাক-লাইভ ম্যাটার সমর্থন।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে এক অতি উৎসাহি দর্শক মাঠে ঢুকে পড়েন।

বাংলাদেশ দলের সেলফি তুলে জয় উদযাপন।

শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজ হারানো বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজ হারিয়ে শিরোপা জয় বাংলাদেশের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল জেতা বসুন্ধরা কিংস ক্লাব।

বাংলাদেশকে দুটি সিরিজ হারানো পাকিস্তান ক্রিকেট দল।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়ন বাংলাদেশ।

বৃষ্টির কারণে খেলা না হওয়ায় মাঠের পানিতে মেতে উঠলেন সাকিব।

ঘরোয়া ফুটবলে দুই দলের খেলোয়াড়দের হাতাহাতি।

বাংলাদেশ গেমসে তিন স্বর্ণজয়ী নারী, শাহানা, সালমা ও শ্রাবনী।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।