চলতি অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনের প্রায় অর্ধেকের বেশি সময়ের খেলা বৃষ্টি বাধায় পণ্ড হলো। তবে এর আগে অস্ট্রেলিয়ার ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলেছেন ইংল্যান্ডের বোলাররা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বুধবার মেঘাচ্ছন্ন আকাশ দেখেও টসে জিতে ব্যাটিং বেছে নেয় অস্ট্রেলিয়া। এরপর সারা দিনে ৪৬.৫ ওভার খেলা শেষে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২৬ রান জমা করে স্বাগতিকরা।
দিনের শুরুতেই বৃষ্টি হানায় খেলা আরম্ভ হতে ৩০ মিনিট দেরি হয়। এরপর খেলা শুরু হলেও সকালের সেশনে দুইবার বৃষ্টি হানা দেওয়ায় খেলা বন্ধ থাকে। এরপরের দুই সেশনেও সবমিলিয়ে দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে।
বৃষ্টির হানা বাদে বাকি সময়ে আসলে দুই দলের লড়াইয়ে সমতা ছিল। এক ম্যাচ পর ফেরা ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের বলে স্লিপে থাকা জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ৩০ রান। এরপর ৩৮ রান করা মার্কাস হ্যারিসকে জো রুটের ক্যাচ বানিয়ে ফেরান জেমস অ্যান্ডারসন।
ইংলিশ বোলাররা এদিন নিয়ন্ত্রিত বোলিংয়ের পসরা সাজিয়ে বসেন। আর তাতে চাপে পড়ে ২৮ রানে বিদায় নেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার মার্নাস লাবুশানে। মার্ক উডের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি। দিন শেষে ৬ রানে স্টিভ স্মিথ এবং ২০১৯ সালের পর দলে ফেরা অজি ব্যাটার উসমান খাজা ৪ রানে অপরাজিত থাকেন।
সিরিজে এখন পর্যন্ত ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে অ্যাশেজ জয় নিশ্চিত করে ফেলেছে অজিরা।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এমএইচএম