ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

কমনওয়েলথ গেমসের নারী দলে নেই জাহানারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
কমনওয়েলথ গেমসের নারী দলে নেই জাহানারা

ইংল্যান্ডে হতে যাওয়া কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাইপর্বে অংশ নিতে নিগার সুলতানার নেতৃত্বে মালয়েশিয়া যাচ্ছে নারী ক্রিকেট দল। এজন্য রুমানা আহমেদ, সালমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মনি, লতা মণ্ডলদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি।

ঘোষিত দলে জায়গা হয়নি জাহানারা আলমের, তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

বাছাই পর্বের প্রথম ম্যাচে ১৮ জানুয়ারি কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৯ জানুয়ারি স্বাগতিক মালয়েশিয়া, ২৩ জানুয়ারি স্কটল্যান্ড ও ২৪ জানুয়ারি শক্তিশালী শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুরশিদা খাতুন, নাহিদা আকতার, শারমিন আকতার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, শানজিদা আকতার ও সুরিয়া আজমিন।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।