ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

কুড়িগ্রামের ‘বিস্ময় বালক’ লেগস্পিনার সিয়াম

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
কুড়িগ্রামের ‘বিস্ময় বালক’ লেগস্পিনার সিয়াম

ওর নাম সিয়াম। কুড়িগ্রামের ছেলে।

দেখুন ঘাসের উপর বল করে তাতে কি পরিমান টার্ন করে বল। যদি এই বল পিচে করে তাহলে কি হবে! সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তাতে এমনই ক্যাপশন দেন বাংলাদেশ ক্রিকেট দলের পাড় ভক্ত শোয়েব আলী।

ইতোমধ্যে ডানহাতি লেগ স্পিনার হিসেবে ইতোমধ্যে নিজ এলাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে ছোট কিশোরটি । তার লেগস্পিনের ঘূর্ণনে কুপোকাত ব্যাটাররা। রীতিমতো বিস্ময় জাগানো সেই স্পিন। দেশের ক্রিকেটপ্রেমীরা তার মাঝে অসি কিংবদন্তি শেন ওয়ার্নকে খুঁজছেন। কেউ কেউ বলছেন, পরবর্তী রশিদ খান হবে সে।

এই বিস্ময় বালকের বাড়ি দেশের উত্তরের সর্বশেষ জেলা কুড়িগ্রামে। তার নাম সামিউল হক সিয়াম। সীমান্তবর্তী ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন দুলু মাস্টারের ছেলে সে। ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ছে সিয়াম।  

তবে সিয়ামের স্বপ্নপূরণে বড় বাধা পারিবারিক আর্থিক টানাপড়েন। দরিদ্র পরিবারের সন্তান সিয়াম ৭ বছর বয়স থেকেই ক্রিকেট খেলার প্রতি প্রবল আগ্রহ। সেই থেকে সিয়াম অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নকে অনুসরণ করে স্বপ্ন দেখছে লেগস্পিনার হওয়ার। জাতীয় দলে খেলার পাশাপাশি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে সিয়াম। পিছিয়ে থাকা এলাকা আর দারিদ্র্যতার কারণে কতদূর যেতে পারবে সিয়াম সেটিই ভাবনার বিষয়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।