ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় অস্ট্রেলিয়া

দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ভারত-পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি। এমনকি কোনো ত্রিদেশীয় সিরিজেও তারা মুখোমুখি হয়নি।

 

কেমবল মাত্র আইসিসির আসরগুলোতে তাদের দেখা হয়।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। যেখানে ম্যাচটির দুই লাখ টিকিট কয়েক ঘণ্টায় বিক্রি হয়ে গেছে!

এবার এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। গত জানুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা প্রস্তাব দিয়েছিলেন, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডকে নিয়ে চার জাতি টুর্নামেন্টের।  

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি প্রায় কাছাকাছি একটা প্রস্তাব করেছেন। রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া-পাকিস্তানের টেস্ট ম্যাচ শেষে সাংবাদিকদের হকলি বলেছেন, তিনি পাকিস্তান আর ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চান।

হকলি বলেন, 'ব্যক্তিগতভাবে আমি ত্রিদেশীয় সিরিজ পছন্দ করি। আগেও এমন সিরিজ দারুণ জনপ্রিয়তা পেয়েছে। আমরা সুযোগ পেলে এই সিরিজের আয়োজক হতে চাই। অস্ট্রেলিয়ায় ভারত ও পাকিস্তানি বংশোদ্ভুতদের অনেক বড় কমিউনিটি আছে। এটা এমন একটা লড়াই, যেটা বিশ্ব ক্রিকেটে সবাই-ই দেখতে চায়। আমরা যদি এই দ্বৈরথ আরও বেশি দেখার সুযোগ করে দিতে পারি, তাহলে আমাদের খুব ভালো লাগবে। '

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।