ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে ছাড়াই দ. আফ্রিকার পথে টিম টাইগার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
সাকিবকে ছাড়াই দ. আফ্রিকার পথে টিম টাইগার্স

স্কোয়াডে নাম থাকলেও দক্ষিণ আফ্রিকা সফর থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ান সাকিব আল হাসান। দেশ সেরা অলরাউন্ডারকে ছাড়াই তাই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল।

এবার তিন ভাগে বিভক্ত হয়ে টাইগাররা দক্ষিণ আফ্রিকা যাচ্ছে। শুক্রবার সকাল ১১টার দিকে প্রথম দলটি বিমানে উঠেছে। রাত ১১টায় যাবে সবচেয়ে বড় গ্রুপ। আর বাকিরা যাবেন আগামীকাল শনিবার সকাল পৌনে ১১টায়।  

দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রা শুরুর আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচক হাবিবুল বাশার বলেন, 'সাকিবকে অবশ্যই মিস করব। আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সাকিব দলে থাকলে দলের ভারসাম্য অনেক ভালো থাকে। '

তবে দক্ষিণ আফ্রিকায় সাকিবকে ছাড়াই ভালো কিছু করার আত্মবিশ্বাস আছে হাবিবুলের, 'সব সময় আপনি সেরা খেলোয়াড়কে পাবেন না। তার জায়গায় যে খেলবেন, সে-ই এখন সেরা খেলোয়াড়। তাকে নিয়েই চেষ্টা করতে হবে। এর আগেও সেরা খেলোয়াড়দের ছাড়া আমাদের খেলতে হয়েছে এবং পারফর্মও করেছি। আমার বিশ্বাস, যারা দলে আছেন, তারা ভালো করতে পারবে। '

দক্ষিণ আফ্রিকার মাটিতে এখন পর্যন্ত ১৪টি ওয়ানডে আর ৬টি টেস্ট খেললেও একটাও জয় নেই টাইগারদের। এবার এই জয়খরা কাটানোর আশা দেখালেন হাবিবুল, 'দক্ষিণ আফ্রিকার দলটা যথেষ্ট ভালো। কন্ডিশনও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। তবে আমাদের ওয়ানডের ফর্ম যদি দেখেন, একটু আশাবাদী তো হতেই পারি। সেই আশা নিয়েই যাচ্ছি। আমরা জানি যে, আমাদের কাজটা কঠিন হবে। ওরা এবার মূল ভেন্যুতেই খেলাগুলো দিচ্ছে, মানে বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। '

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।