ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপজুড়ে এমন মুহূর্ত ধরে রাখতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
বিশ্বকাপজুড়ে এমন মুহূর্ত ধরে রাখতে চায় বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়ল বাংলাদেশের টাইগ্রেসরা। জয়ের খুব কাছাকাছি চলে যাওয়া পাকিস্তানকে মাটিতে নামিয়ে ৯ রান আগেই থামাল নিগার সুলতানা জ্যোতির দল।

এই জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের এই অধিনায়ক। পুরো টুর্নামেন্টজুড়ে এই মুহূর্ত ধরে রাখতে চান তিনি।

ম্যাচ শেষে টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘এই জয়ের আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বিশ্বকাপে আমাদের প্রথম জয় এটি। আমরা আজ ইতিহাস গড়েছি। পুরো টুর্নামেন্টে আমরা এই মুহূর্ত ধরে রাখতে চাই। ’

এদিকে প্রস্তুতি ম্যাচে খেললেও বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাচ্ছিলেন না আজকের ম্যাচের নায়ক ফাহিমা খাতুন। তবে পাকিস্তানের বিপক্ষে জায়গা পেয়েই নিজের যোগ্যতার জানান দিলেন তিনি। ৮ ওভারে ৩৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন এই ডানহাতি লেগ স্পিনার। মূলত স্পিনারদের ভালো সুযোগ দেখেই ফাহিমাকে একাদশে রেখেছিলেন জ্যোতি।

তিনি বলেন, ‘এখানে আমি পূর্বের দুইটি ম্যাচ দেখেছি। স্পিনাররা এখানে দাপট দেখায়। আমি জানতাম সে যদি তার সেরাটা দিতে পারে তাহলে আমি তাকে বেশ ভালোভাবে ব্যবহার করতে পারবো। ’

ইতিহাস গড়া এই জয় বাংলাদেশকে আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, ‘পাকিস্তান দলটিকে আমরা ভালোভাবে চিনি। আমরা তাদের সঙ্গে অনেকবার খেলেছি। বাছাই পর্বে আমরা তাদের শেষ ওভারে হারিয়েছিলাম। জয় আমাদের আত্মবিশ্বাস দেবে এবং আমরা এই মুহূর্তটাই চেয়েছিলাম। আমরা জানি জেতার জন্য আমাদের যথেষ্ট সামর্থ্য আছে। ’

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।