ঢাকা: ই-ট্যুরিজম এসোসিয়েশন অফ বাংলাদেশ (ইটাব) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চলন বিল।
সোমবার (১৪ মার্চ) ইন্দিরা রোড ক্রীড়া চক্র মাঠে দিনব্যাপী টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচ শেষে ফাইনালে মুখোমুখি হয় বাইক্কা বিল ও চলন বিল।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বাইক্কা বিল। ৮ ওভারের ম্যাচে ১৩১ রানে থামে বাইক্কা বিলের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় চলন বিল।
ইটাব আয়োজিত তৃতীয় আসরে অংশ নেয় ৬টি দল। দলগুলো হলো টাংগুয়া হাওর, নিকলি হাওর, হাকালুকি হাওর, বাইক্কা বিল, চলন বিল ও আড়িয়াল বিল।
৬ টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট মূলত পর্যটন সেক্টরের এক মহা মিলনমেলা। প্রতি সিজনেই দেশের বিভিন্ন পর্যটন এলাকাগুলোর নামে দলের নাম দিয়ে থাকে ইটাব। এবার দলগুলোর নামকরণ করা হয়েছে দেশের প্রসিদ্ধ ছয়টি হাওড় ও বিলের নামে, উদ্দেশ্য এই আয়োজনের মধ্য দিয়ে দেশের হাওর এবং বিলকে পরিচিতি করানো।
বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
কেএআর