ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নাঈম শেখের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
নাঈম শেখের সেঞ্চুরি

মোহাম্মদ নাঈম শেখ বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে নিয়মিতই মাঠে নামেন। যদিও ওয়ানডেতে তার এখনও অভিষেক হয়নি।

তবে ঢাকা প্রিমিয়ার লিগের ওয়ানডে ফরম্যাটে  আবাহনীর হয়ে সেঞ্চুরি হাঁকালেন তিনি।

ডিপিএলের উদ্বোধনী দিনে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ১৩২ বলে ১১৫ রানের ইনিংস খেলেছেন নাঈম। এই বাঁহাতি ব্যাটারের শতকে ভর করে রূপগঞ্জকে ২৫৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে আবাহনী।

নাঈম ছাড়াও রান পেয়েছেন সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত। সাইফ অপরাজিত ৪০ ও সৈকত ৩৭ রান করেন।  

রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল্লাহ ও ফরহাদ রেজা।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।