ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

দ. আফ্রিকায় টাইগারদের ভালো করার সুযোগ দেখছেন ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
দ. আফ্রিকায় টাইগারদের ভালো করার সুযোগ দেখছেন ডমিঙ্গো

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের অতীত তেমন সুখকর নয়। এখন পর্যন্ত জয় মাত্র ১টি।

তবে এবার বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আশাবাদী। তার মতে, এবার 'আন্ডারডগ' তকমার কারণেই টাইগারদের সামনে ভালো কিছু করার সুযোগ আছে।

আগামীকাল শুক্রবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘তারা (দক্ষিণ আফ্রিকা) অবশ্যই ফেভারিট। কিছুদিন আগে তারা ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। এখানে ওদের হারানো কঠিন। ওরা ফেভারিট, আমরা আন্ডারডগ। তবে এ তকমাই আমাদের কিছু করার সুযোগ দিচ্ছে। আমরা এমন কিছু করতে চাই, যা বাংলাদেশ দল আগে এখানে করতে পারেনি। ’

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ জাতীয় দলের আর কোনো জয় নেই। ৬ টেস্ট আর ১৪ ওয়ানডের সব কয়টিতেই জুটেছে হার। এবার এই ধারা থেকে বের হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন কোচ রাসেল ডমিঙ্গো।

দলের ভেতর সিনিয়র-জুনিয়র ভেদাভেদও তুলে দিতে চান ডমিঙ্গো, ‘আমার কাছে সিনিয়র-জুনিয়র বলে কিছু নেই। দলের ১১ জন ক্রিকেটারই সমান। অনেকেই দলের মধ্যে সিনিয়র-জুনিয়র আলাদাভাবে বলেন। আমি মনে করি, এই ভেদাভেদ একদমই অপ্রয়োজনীয়। ’

ডমিঙ্গোর কাছে সিনিয়র ক্রিকেটার মানে অভিজ্ঞতা। নিজের ওয়ানডে দলের ভারসাম্য নিয়ে তার বক্তব্য, ‘আমি ওয়ানডে দল নিয়ে খুশি। দলটা ভারসাম্যপূর্ণ। ব্যাটিংয়ে গভীরতা আছে। টপ অর্ডারে অভিজ্ঞ ক্রিকেটার আছে। কয়েকজন ভালো ফাস্ট বোলারের সন্ধানও আমরা পেয়েছি। ওয়ানডে ক্রিকেটে আমরা ভারসাম্যপূর্ণ একটি দল। সিরিজ শুরুর আগে এটা আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। ’

আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।