ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

কিউইদের হারিয়ে অজিদের ধরে ফেললো দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
কিউইদের হারিয়ে অজিদের ধরে ফেললো দ. আফ্রিকা

নারীদের ওয়ানডে বিশ্বকাপে টানা চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এবার স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে অজিদের ধরে ফেললো দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

আজ বৃহস্পতিবার হ্যামিল্টনে ২ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের দেওয়া ২২৯ রানের লক্ষ্যে ৩ বল হাতে রেখে পৌঁছে যায় প্রোটিয়া মেয়েরা।

ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। অধিনায়ক সোফি ডেভাইনের ৯৩, অ্যামিলা কেরের ৪২ ও ম্যাডি গ্রিনের ৩০ রানের পরও কিউইরা গুটিয়ে যায় ২২৮ রানে। দক্ষিণ আফ্রিকার শবনম ইসমাইল ও আয়াবঙ্গা খাকা তিনটি করে উইকেট নেন।

২২৯ রানের লক্ষে ব্যাট করতে নামা দ. আফ্রিকা এক পর্যায়ে ২ উইকেটে ১৬১ রান তুলে ফেলেছিল। এরপর ২১৭ রান পর্যন্ত পৌঁছাতে হারায় ৭ উইকেট। শেষ পর্যন্ত মারিজান্নে ক্যাপ ও আয়াবঙ্গা দক্ষিণ আফ্রিকাকে জয়ের বন্দরে পৌঁছে দেন। লৌরা ভলভার্ট ৬৭ ও সানে লুস ৫১ রান করেন। ক্যাপ অপরাজিত থাকেন ৩৪ রানে।

এই জয়ের ফলে বিশ্বকাপের পয়েন্ট পয়েন্ট সংখ্যায় অজিদের ছুঁয়ে ফেললেও নেট রানরেটে কিছুটা পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচের সবকয়টিতেই জিতে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহে রয়েছে ৮ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকাও ৪ ম্যাচে সমান জয়ে ৮ পয়েন্ট পকেটে পুরেছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।