আইপিএলের এবারের আসরে সরাসরি নিলাম থেকে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ছাড়া আর কারও জায়গা হয়নি। তবে এবার ইংলিশ পেসার মার্ক উডের ইনজুরি সুসংবাদ বয়ে এনেছে তাসকিন আহমেদের জন্য।
তাসকিনের সঙ্গে লক্ষ্ণৌর যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়াম্যান জালাল ইউনুস। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'তাসকিনের সাথে লক্ষ্ণৌ যোগাযোগ করেছে, আমরা এই সম্পর্কে অবগত। তবে এই মুহূর্তে ও দক্ষিণ আফ্রিকায় খেলছে যেটা আমাদের কাছে আরও বেশী গুরুত্বপূর্ণ। আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। '
রোববার (২০ মার্চ) সন্ধ্যায় ঢাকায় ফোন করেছিলেন গৌতম গম্ভীর। ভারতের সাবেক ওপেনার এবারের আইপিএলে লক্ষ্ণৌর মেন্টর। পুরো মৌসুমের জন্য তাসকিনকে চেয়েছেন তিনি। এই প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের আগেই ভারতের উদ্দেশে রওনা দিতে হবে বাংলাদেশি এই পেসারকে।
আজকের মধ্যেই তাসকিনকে নিজ সিদ্ধান্ত জানাতে হবে। প্রস্তাবে রাজি হলেই প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজিতে খেলতে যাবেন বাংলাদেশি এই পেসার।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
আরইউ