ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্রেক থ্রু এনে দিলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
ব্রেক থ্রু এনে দিলেন মিরাজ

দুই ওপেনার মিলে দক্ষিণ আফ্রিকাকে ভালো শুরু এনে দিয়েছেন। উইকেটে থিতু হয়ে হাত খুলতেও শুরু করেছিলেন দুজনেই।

দুজনে গড়েছেন ফিফটি ছুঁইছুঁই রানের জুটি। তবে তাদের একজনকে থামিয়ে দিলেন মেহেদি হাসান মিরাজ।  

ইনিংসের সপ্তম ওভারে টাইগার অফ স্পিনারের বলে লং অফে থাকা মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন কুইন্টন ডি কক। আগের ম্যাচেই ব্যাট হাতে ঝড় তোলা প্রোটিয়া ওপেনার আজ থামলেন ৮ বলে ১২ রান করে। দলীয় ৪৬ রানে প্রথম উইকেট হারালো দক্ষিণ আফ্রিকা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৫০ রান।

সেঞ্চুরিয়নে বুধবার (২৩ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

প্রথম ম্যাচে বাংলাদেশ ও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয়ী হওয়ায় আজকের তৃতীয় ওয়ানডেটি রূপ নিয়েছে ফাইনালে। এই সেঞ্চুরিয়নেই সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয়ী হয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এটিই বাংলাদেশের একমাত্র জয়। আজ জিতে গেলে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের কীর্তি গড়বে টাইগাররা।

এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ দল। অপরদিকে স্বাগতিকদের দলে এসেছে এক পরিবর্তন। ইনজুরিতে পড়া ওয়েন পারনেলের বদলে দেশটির একাদশে জায়গা করে নিয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), ইয়ানেমান ম্যালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনা, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, তাবরেইজ শামসি, লুঙ্গি এনগিডি।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।