ঢাকা, শুক্রবার, ১ ভাদ্র ১৪৩১, ১৬ আগস্ট ২০২৪, ১০ সফর ১৪৪৬

ক্রিকেট

দ. আফ্রিকায় সিরিজ জেতা অনেক বড় অর্জন: তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
দ. আফ্রিকায় সিরিজ জেতা অনেক বড় অর্জন: তামিম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে প্রথমবারের মতো যে কোন ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার মাটিতে ট্রফি অর্জন করেছে তামিম-সাকিবরা।

এই জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশেকে নেতৃত্ব দেওয়া তামিম ইকবাল। ভবিষ্যতে আরও ইতিহাস গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বিশেষভাবে সাকিব আল হাসানকে ধন্যবাদ জানান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম বলেন, ‘আমি গর্বিত, বিশেষ করে বাংলাদেশি ফাস্ট বোলার ম্যাচ ও সিরিজসেরা হওয়ায় আমি গর্বিত। দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতা একটি বিশাল অর্জন। আমরা এখন বিশ্বাস করি, আমরা বিদেশের মাটিতেও সিরিজ জিততে পারি। এই জয় সামনে এগিয়ে যেতে আমাদের আত্মবিশ্বাস দিবে। গত ৫-৬ বছর ধরে আমরা ওয়ানডেতে ভালো খেলছিলাম। তবে বিদেশের মাটিতে সিরিজ জিততে পারছিলাম না। এবার সেটি করতে পেরেছি। ’

পরিবারের সদস্যদের হাসপাতালে রেখে সাকিবের ম্যাচ খেলার আত্মত্যাগের কথাও ভুলেননি তামিম। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সাকিবের পরিবারের সদস্যরা হাসপাতালে রয়েছে। এই অবস্থায় এখানে খেলার জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই। ’

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।