দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে শুধু ইতিহাস নয় বরং আইসিসি ওয়ানডে সুপার লিগে অনেক এগিয়ে গেল বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ১২০।
গত ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট সংগ্রহ করেছিল টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জায়গা আরও শক্ত হলো টাইগারদের। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাসগড়া সিরিজজয়ে ‘অপ্রত্যাশিত’২০ পয়েন্ট যোগ হলো বাংলাদেশের।
ফলে এখন ১৮ ম্যাচে ১২ জয়ে ১২০ পয়েন্ট টাইগারদের। সুপার লিগে এখন পর্যন্ত ১০০’র বেশি পয়েন্ট কেবল বাংলাদেশেরই। কারণ, ১৫ ম্যাচে ৯ জয়ে ৯৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ সুপার লিগে দুই নম্বরে আছে ইংল্যান্ড।
ঘরের মাঠে গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, সেরা চারে থেকেই বিশ্বকাপে যেতে চান তিনি। ১২০ পয়েন্টকেই বিশ্বকাপ খেলার জন্য যথেষ্ঠ মনে করা হচ্ছে। কিন্তু তামিমের লক্ষ্য আরও বেশি ম্যাচ জয়ের।
বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
আরইউ