ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নেতৃত্ব ছাড়ার পর ধোনির ঝড়ো ফিফটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
নেতৃত্ব ছাড়ার পর ধোনির ঝড়ো ফিফটি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়ালেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রবীন্দ্র জাদেজার হাতে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব তুলে দিয়ে এবারের আসরের প্রথম ম্যাচেই অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি।

দলকে এনে দিয়েছেন লড়াকু সংগ্রহ।

শনিবার (২৬ মার্চ) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে যখন চেন্নাইয়ের ব্যাটাররা খেয় হারিয়ে ফেলে, ঠিক তখনই দলের হাল ধরেন ধোনি। চাপের মুখে থাকা দলটির হয়ে ৩৮ বলে ৭ চার ও একটি ছক্কায় অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন সাবেক এই অধিনায়ক। দীর্ঘ ২৮ ইনিংস পর অর্ধশতকের দেখা পান তিনি।

২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরোর বিপক্ষে শেষবার ফিফটির দেখা পেয়েছিলেন ধোনি। সেই ম্যাচে ৪৮ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। আইপিএলের গত আসরে ব্যাট হাতে একদমই ভালো করতে পারেননি সাবেক ভারতীয় এই অধিনায়ক। ১১ ইনিংসে মাত্র ১১৪ রান আসে তার ব্যাট থেকে, যেখানে সর্বোচ্চ ছিল ১৮* রান।

আইপিএল শুরুর আগমুহূর্তে বৃহস্পতিবার (২৪ মার্চ) চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়েন ধোনি। রবীন্দ্র জাদেজার হাতে তুলে দেন দলটির নেতৃত্ব। এদিন অবশ্য নেতৃত্ব পাওয়া জাদেজাও লড়াকু ইনিংস খেলেন। ধোনির সঙ্গে ৫৬ বলে ৭০ রানের জুটি গড়েন তিনি। ২৮ বলে ২৬ রানে অপরাজিত থাকেন চেন্নাইয়ের নতুন অধিনায়ক। এ দুই ব্যাটারের নৈপুণ্যে ১৩১ রানের সংগ্রহ পায় দলটি।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।