ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের কাছে হেরে ভারতের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
প্রোটিয়াদের কাছে হেরে ভারতের বিদায়

সেমিফাইনালে উঠতে হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই হতো ভারতকে। কিন্তু প্রোটিয়া মেয়েদের কাছে ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করে হেরে যায় ভারতীয় দলটি।

আর শেষ বলে ১ রান নিয়ে শেষ চার নিশ্চিত করে ফেলে দ. আফ্রিকা।

আজ রোববার ক্রাইস্টচার্চে ভারতের দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা পৌঁছে যায় ৩ উইকেট হাতে রেখে।  

দক্ষিণ আফ্রিকার লোরা ভলভার্ট ৮০ ও লারা গুডাল ৪৯ রান করেন। আর অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মিগনোন ডু প্রিজ।  

এর আগে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করে ভারত। ভারতের পক্ষে স্মৃতি মান্দানা ৭১, সেফালি ভার্মা ৫৩, অধিনায়ক মিতালি রাজ ৬৮ ও হারমানপ্রিত কোর ৪৮ রান করেন।  

ভারতের হারে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজেরও।  

রাউন্ড রবিন লিগ পর্ব পেরিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা দলগুলো হলো: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।