ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ হারের সঙ্গে জরিমানাও গুনলেন রোহিত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
ম্যাচ হারের সঙ্গে জরিমানাও গুনলেন রোহিত

চলমান আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে দিল্লির কাছে হারের পাশাপাশি মুম্বাই অধিনায়ক রোহিত শর্মার জন্য আসে দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারণে তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, মৌসুমের প্রথম ভুল হওয়ায় অধিনায়ককে স্রেফ ১২ লাখ রুপি জরিমানা দিয়ে ছাড় দেওয়া হয়েছে। পরবর্তীতে শাস্তির পরিমাণ বাড়তে পারে।  

ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৭ তুলেও শেষরক্ষা করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। অক্ষর প্যাটেল এবং ললিত যাদবের ব্যাটে ভর করে রান তাড়ায় সাক্ষী রেখে ব্র্যাবোর্নে জিতে মাঠ ছাড়ল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস।

রান তাড়ায় নেমে দিল্লি একসময় ১৩ ওভারের মধ্যেই দলের ৬ উইকেট হারিয়ে বসেছিল। আস্কিং রান রেট তখন ১০ এর ওপর। সেই অবস্থা থেকে দিল্লিকে জয়ের পথে নিয়ে যান ললিত যাদব এবং অক্ষর প্যাটেল। দুজনে সপ্তম উইকেটে ২৯ বলে বিস্ফোরক ৭৫ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে দলকে ৪ উইকেটে জিতিয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।