ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া দলে ফের করোনার হানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
অস্ট্রেলিয়া দলে ফের করোনার হানা

পাকিস্তান সফরে থাকা অস্ট্রেলিয়া দল একের পর এক দুঃসংবাদ পাচ্ছে। দলটির নতুন খেলোয়াড় জশ ইংলিশের পর এবার করোনা পজিটিভ হয়েছেন অ্যাশটন আগার।

 

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ফিজিওথেরাপিস্ট ব্রেন্ডন উইলসনও করোনায় আক্রান্ত হয়েছেন।  

এই নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দুই অজি ক্রিকেটারের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। তাছাড়া চোটের কারণে অলরাউন্ডার মিচেল মার্শকেও পাচ্ছে না সফরকারীরা।  

দলের দুই করোনা আক্রান্ত খেলোয়াড়কে ছাড়াই এরইমধ্যে ওয়ানডে সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। আজ সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়িয়েছে।  

এর আগে কনুইয়ের সমস্যার কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ অজি ব্যাটার স্টিভ স্মিথ। সবমিলিয়ে দল সাজাতেই হিমশিম খাচ্ছিল অস্ট্রেলিয়া দল। তাই কুইন্সল্যান্ডের ব্যাটার ম্যাট রেশনকে উড়িয়ে আনা হয়েছে। আর প্রথম ম্যাচে অভিষেক হয়েছে মিচেল সুইসনের।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।