ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগানিস্তানের নতুন প্রধান কোচ গ্রাহাম থর্প

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
আফগানিস্তানের নতুন প্রধান কোচ গ্রাহাম থর্প

আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হলেন গ্রাহাম থর্প। অন্তর্বর্তীকালীন কোচ স্টুয়ার্ট ল-এর স্থলাভিষিক্ত হলেন তিনি।

 

দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার চুক্তি নবায়নে অস্বীকৃতি জানানোর পর গত ৩১ ডিসেম্বর ল-কে সাময়িকভাবে কোচের দায়িত্ব দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আর আজ মঙ্গলবার স্থায়ীভাবে থর্পকে দায়িত্ব দেওয়া হলো।  

১০০ টেস্ট ও ৮২ ওয়ানডে খেলার অভিজ্ঞতাসম্পন্ন সাবেক ইংলিশ ব্যাটার থর্প এর আগে ইংল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন। কিন্তু গত অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর সরে দাঁড়ান তিনি।

আফগানিস্তান দল এক টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে। থর্পের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু এই সফর থেকেই।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।