সাইডস্ক্রিন সমস্যার কারণে খেলা ৩৫ মিনিট দেরিতে শুরু হয়েছিল। দিন শেষে তাই বাঁধ সাধলো আলোকস্বল্পতা।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার (৩১ মার্চ) ডারবানের কিংসমেডে টসে জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। এই টেস্টে বাংলাদেশ একাদশে নেই ওপেনার তামিম ইকবাল। পেটের পীড়ায় ভুগছেন তামিম। পেসার শরীফুল ইসলামও নেই। তার পরিবর্তে খালেদ আহমেদকে নেওয়া হয়েছে।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গীতে ব্যাট চালাতে থাকেন দুই দুই প্রোটিয়া ওপেনার ডিন এলগার ও সারেল এরউই। এর মধ্যে অধিনায়ক এলগার মাত্র ৬০ বলে ফিফটি তুলে নেন। প্রথম সেশনের ২৫ ওভারেই দুজনে মিলে তুলে ফেলেন ৯৫ রান। সেশন শেষে ঠিক ৬০ রানেই অপরাজিত ছিলেন এলগার। এরউই অপরাজিত ছিলেন ৩২ রানে। তারা রান তুলেছেন ওভারপিছু ৩.৮০ করে!
৩৪তম ওভারে ওয়ানডে গতিতে ব্যাট করতে থাকা প্রোটিয়া অধিনায়ক ডিল এলগারকে ফিরিয়ে ব্রেক-থ্রু আনেন খালেদ আহমেদ। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৬৭ রানে বিদায় নেন এলগার। এর আগেই অবশ্য ভেরেইনের সঙ্গে তার জুটিতে এসে গেছে ১১৩ রান। তার বিদায়ের পরের ওভারেই থিতু হয়ে থাকা আরেক ওপেনার সারেল এরইউকে ফেরান মেহেদি হাসান মিরাজ। ১০২ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।
বল হাতে এক উইকেট তুলে নেওয়ার পর দারুণ ফিল্ডিংয়ে আরেক উইকেটকে বিদায় করেন মেহেদি হাসান মিরাজ। তাসকিনের বলে সিঙ্গেল রান নিতে গিয়ে দাগ পেরোবার আগেই বাংলাদেশি অলরাউন্ডারের দুর্দান্ত থ্রো-তে উইকেট হারিয়ে বসেন কিগান পিটারসেন। ৩৬ বলে ১৯ রান নিয়ে বিদায় নেন তিনি। এরপর দিনের শেষ সেশনে উইকেটের দেখা পান এবাদত। তার বলে অভিষিক্ত রায়ান রিকলটন ২১ রান করে ধরা পড়েন অধিনায়ক মুমিনুল হকের হাতে। ১৮০ রানে চতুর্থ উইকেট হারায় দ. আফ্রিকা।
স্বাগতিকরা সাময়িক বিপর্যয় কাটিয়ে ওঠে বাভুমা-ভেরেইনের ব্যাটে। দুজনের জুটিতে আসে ৫৩ রান। বাভুমা দারুণ এক ফিফটিও তুলে নেন। তবে দিনের খেলা ৭৬.৫ ওভার চলার পর আলোক স্বল্পতায় খেলা স্থগিত করেন মাঠের দুই আম্পায়ার। দিনের শুরুতে ৩৫ মিনিট পরে খেলা শুরু হওয়ায় ততক্ষণে প্রায় অন্ধকার নেমে এসেছে। ফলে স্ট্যাম্পের বেল তুলে নেন আম্পায়াররা। ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান তুলে মাঠ ছাড়ে স্বাগতিক দল। দিন শেষে ৫৩ রানে অপরাজিত থাকেন বাভুমা। ভেরেইন ব্যাট করছিলেন ২৭ রানে। কাল দিনের শুরুতেই এই দুজনকে ড্রেসিংরুমে ফেরত পাঠাতে চাইবেন তাসকিন-এবাদতরা।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
এমএইচএম