ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

খালেদের জোড়া আঘাত, চাপে দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
খালেদের জোড়া আঘাত, চাপে দ. আফ্রিকা

আগের দিনের মতো দ্বিতীয় দিনের প্রথম সেশনে আধিপত্য দেখাতে পারল না দক্ষিণ আফ্রিকা। বরং দিনের ষষ্ঠ ওভারেই জোড়া আঘাত হানলেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ।

ওভারের দ্বিতীয় বলে মাটি কামড়ে পড়ে থাকা কাইল ভেরেইনকে বিদায় করেন তিনি। ৮১ বলের মোকাবিলায় ২৮ রান করে লেগ বিফোর হয়ে ফেরেন ভেরেইন।  

পরের বলে সদ্যই ক্রিজে আসা উইয়ান মুল্ডারকে গালিতে থাকা মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন খালেদ। ফলে সকালেই ২ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। হ্যাটট্রিকের সুযোগ পেলেও অবশ্য কাজে লাগাতে পারেননি খালেদ। কারণ হ্যাটট্রিক বলটি অফসাইডের বাইরে থাকায় ছেড়ে দেন কেশভ মহারাজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের প্রথম ইনিংসের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান। ৬৫ রানে ব্যাট করছেন টেম্বা বাভুমা।

এর আগে প্রথম দিনে ৪ উইকেটে ২৩৩ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। ৫৩ রানে বাভুমা এবং ২৭ রানে অপরাজিত ছিলেন ভেরেইন।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।