ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় টেস্টে ছিটকে গেলেন তাসকিন, দেশে ফিরছেন শরীফুলও

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
দ্বিতীয় টেস্টে ছিটকে গেলেন তাসকিন, দেশে ফিরছেন শরীফুলও

ডান কাঁধে চোট পেয়ে তাসকিন আহমেদের দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় শেষ হয়ে গেছে। যদিও চোট পাওয়ার পরও ডারবানে চলমান টেস্টে বল করেছেন তিনি।

তবে তাকে নিয়ে আর ঝুঁকি নেবে না বিসিবি।

তাসকিনের পাশাপাশি দেশে ফিরছেন আরেক পেসার শরীফুল ইসলামও। বাঁহাতি এই পেসারের খবরটি অবশ্য আগেই জানা গিয়েছিল। অনুশীলনে গোড়ালিতে চোট পেয়ে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিবৃতিতে রোববার জানায়, প্রথম টেস্টের পর আগামী মঙ্গলবার দেশের উদ্দেশে রওনা দেবেন তাসকিন। তার সঙ্গে দেশে ফিরবেন তরুণ পেসার শরীফুল ইসলামও।

আগামী বৃহস্পতিবার পোর্ট এলিজাবেথে শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।