ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফি-চিরাগ নৈপুণ্যে রূপগঞ্জের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
মাশরাফি-চিরাগ নৈপুণ্যে রূপগঞ্জের জয়

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাশরাফির অগ্নিঝরা বোলিংয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ভালো সংগ্রহ করতে পারেনি খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। অপরদিকে ব্যাটিংয়ে নেমে মাশরাফির দলও ভালো কিছু করতে পারেনি।

তবে ভারতীয় ব্যাটার রিক্রুট চিরাগ জানির ঝড়ো ইনিংসে শেষ পর্যন্ত জয়ের দেখা পায় রূপগঞ্জ।

বুধবার (৬ এপ্রিল) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১৯৮ রানে থামে খেলাঘর। জবাবে ৩ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রূপগঞ্জ। ২ উইকেটে জয়ের ম্যাচে ম্যাচসেরার পুরস্কার উঠে ৪ উইকেট নেওয়া মাশরাফির হাতে।

খেলাঘরের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রূপগঞ্জের ভারতীয় ব্যাটার রিক্রুট চিরাগ জানি ৭৮ বলে ৭২ রান করেন। নাঈম ইসলাম করেন ২৪ রান। এছাড়া রাকিবুল ইসলাম ১৪ ও সাব্বির রহমান রুম্মন ২ রান করেন। তানবির হায়দার ৫১ ও মাশরাফি ১২ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা খেলাঘরের বিপক্ষে আগুণে বোলিং করে ৪ উইকেট উইকেট তুলে নেন মাশরাফি। হাসানুজ্জামানের উইকেট তুলে নিয়ে শুরুটা করেন রূপগঞ্জের অধিনায়ক। ৪৮তম ওভারে শিকার করেন ইফতেখারকে। পরের বলেই টুটুলকে আউট করে ৩ উইকেট পূর্ণ করেন মাশরাফি। ওভারের শেষ বলে নুর আলমের উইকেট তুলে নেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

৪৮তম ওভারের শেষ চার বলে ম্যাশের শিকার তিন উইকেট। চার উইকেট নিতে ম্যাশ করেছেন ৮ ওভার, দিয়েছেন ৩৮ রান। খেলাঘরের ইনিংস থেমে গেছে ১৯৮ রানেই।  মাশরাফি ছাড়াও বল হাতে আলো ছড়িয়েছেন আরেক পেসার চিরাগ জানি। ৫১ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।