ব্যাট করতে নেমে ভালো শুরু করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার ও ওপেনার সারেল এরউই। ৭২ বলে ৫২ রানের জুটি গড়েন তার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫২ রান।
এর আগে শুক্রবার (৮ এপ্রিল) পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার।
এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুই পরিবর্তন। ওপেনার সাদমান ইসলামের পরিবর্তে দলে ফিরেছেন তামিম ইকবাল। চোটে পড়া তাসকিন আহমেদের জায়গায় এসেছেন স্পিনার তাইজুল ইসলাম। অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে প্রথম টেস্টজয়ী দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার (অধিনায়ক), সারেল আরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, ভিয়ান মুল্ডার, কাইল ভারাইনা, কেশব মহারাজ, সিমন হার্মার, ডুয়াইন ওলিভিয়ার, লিজাড উইলিয়ামস।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
আরইউ