ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ সিলভারউড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ সিলভারউড

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কোচ ক্রিস সিলভারউডকে শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে ইংলিশ পুরুষ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সিলভারউড। তারও আগে তিনি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

খেলোয়াড়ি জীবনে ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে ৬টি টেস্ট ও ৭টি ওয়ানডে খেলেছেন সিলভারউড। এছাড়া কাউন্টি ক্রিকেটে তিনি খেলেছেন ইয়র্কশায়ার ও মিডলসেক্সের জার্সিতে।  

শ্রীলঙ্কা দলের আসন্ন বাংলাদেশ সফর থেকেই দায়িত্ব পালন শুরু করবেন সিলভারউড।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।