ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের ‘রিভার্স সুইপ’ নিয়ে কথা না বাড়ানোর অনুরোধ মুমিনুলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
মুশফিকের ‘রিভার্স সুইপ’ নিয়ে কথা না বাড়ানোর অনুরোধ মুমিনুলের

বাংলাদেশের দলের পঞ্চপাণ্ডবের মধ্যে একজন মুশফিকুর রহিম। একসময় ব্যাট হাতে আলো ছড়ানো মুশফিক এখন রান পাচ্ছেন না।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বেশ কিছুক্ষণ থিতু হয়ে অর্ধশতক তুলে নেয়ার কিছুক্ষণ পরেই রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট হারান তিনি। গুরুত্বপূর্ণ সময়ে তার এমন বাজে শটের কারণে ব্যাপক সমালোচিত হচ্ছেন এই ব্যাটার।

দলের গুরুত্বপূর্ণ সময়ে মুশফিকের এমন আউট মেনে নিতে পারেননি খোদ টিম লিডার খালেদ মাহমুদ সুজনও। অথচ বাংলাদেশের অধিনায়ক যেন তার উল্টো। সমালোচনা না করে উল্টো যারা সমালোচনা করছেন তাদেরকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ জানান মুমিনুল হক।  

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সোমবার (১১ এপ্রিল) মুমিনুল বলেন, 'আপনারা আসলে এটা নিয়ে বেশি কথা…আসলে বলতেই পারেন। আমার কাছে মনে হয় উনার…আসলে রিভার্স সুইপ কিন্তু ক্রিকেটের একটা শট। তাই না? ক্রিকেটের বাইরে কোনো শট না। অবশ্যই এটা একটা শট। ’

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, 'এই শট তো খেলতেই পারেন উনি। উনার পরিকল্পনায় যদি এই শট থাকে তাহলে তো খেলবেনই। আর এমন না যে, এই শট খেলে উনি রান করেননি বা খুব অসফল। আমার মনে হয় উনাকে সাপোর্ট করা উচিত। আমি উনাকে সাপোর্টও করি। এটাই আর কি। দেখেন আমি তো এর আগেও বলেছি এই শটে কিন্তু সফলতা পেয়েছেন। আপনিও দেখেছেন। আমি দেখেছি। …একটা সময় কিন্তু আমাকে নিয়েও (শট নিয়ে সমালোচনা) ছিল, অনেকের সময়ই ছিল। '

এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে মুমিনুল বলেন, 'আমি আপনাদের অনুরোধ করতে পারি, আপনারা যদি জিনিসটা নিয়ে এভাবে হয়ে যান…আপনারা অনুরোধ রাখলে বাংলাদেশ দলের জন্য ভালো। সিরিয়াসলি। আপনারা যদি জিনিসটা নিয়ে অনেক বেশি গবেষণা করেন, জিনিসটা নিয়ে যদি উনাকে বলতে থাকেন, উনার নিজের জন্য খারাপ। আমাদের দলের জন্য খারাপ। বাংলাদেশ দলের জন্যও খারাপ, ইভেন আপনার দেশের জন্য খারাপ। উনি যদি শটটা খেলেন এবং সফলতা পান তাহলে তো হলোই। ’

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।