ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে আফ্রিদির অভিনন্দন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে আফ্রিদির অভিনন্দন

ইমরান খান পরবর্তী পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মুসলিম লিগ (নওয়াজ) নেতা শাহবাজ শরীফ। এবার দেশটির নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

নিজের টুইটারে আফ্রিদি অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য শাহবাজ শরীফকে অভিনন্দন। আশা করি, তিনি তার ব্যবস্থাপনার দক্ষতা দিয়ে পাকিস্তানকে বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট থেকে বের করে আনবেন। পাকিস্তান জিন্দাবাদ। ’

এদিকে গত সোমবার ১৭৪ ভোট পেয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিরোধী দলীয় নেতা শাহবাজ। তার প্রতিদ্বন্দ্বী পিটিআই নেতা শাহ মোহাম্মদ কোরেশি কোনো ভোট পাননি। কারণ কোরেশির দল ভোট প্রক্রিয়া বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল।

এর আগে অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।