ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

কে কোন ফরম্যাটে খেলবে তা ঠিক করবে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
কে কোন ফরম্যাটে খেলবে তা ঠিক করবে বিসিবি

বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে অনেক আগেই। তবে এতদিন তারা ব্যস্ত থাকায় স্বাক্ষর করতে পারেনি।

আজ বুধবার (২০ এপ্রিল) বেশ কয়েকজন ক্রিকেটার এসে স্বাক্ষর করে গেছেন। এসময় বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, এখন থেকে বিসিবিই সিদ্ধান্ত নেবে কে কোন ফরম্যাটে খেলবেন।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় চুক্তি আগেই ঠিক হয়েছিল। কিন্তু ওরা দেশের বাইরে থাকায় সাইন করতে পারেনি। তাই আজকে আমরা ওদের সবাইকে ডেকেছিলাম। কয়েকজন আসতে পারেনি ব্যক্তিগত কাজের জন্য। এ ছাড়া প্রায় ১৭-১৮ জনের মতো ছিল। তারা এসে আনুষ্ঠানিকতা সেরেছে। ’

কোন ফরম্যাটে কারা খেলবে এ নিয়ে বাংলাদেশি ক্রিকেটাররা অনেকেই সমালোচিত হয়েছে। ক্রিকেটারদের টেস্টে খেলা বা না খেলা নিয়ে অনেক নাটক দেখতে হয়েছে। তবে আজ বুধবার নতুন কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটাররা সই করার পর জানা গেল, বিসিবিই বলে দেবে কে কোন ফরম্যাটে খেলবে।  

এই ব্যাপারে জালাল ইউনুস বলেন, ক্রিকেটাররা কে কোন ফরম্যাটে খেলবে সেই সিদ্ধান্ত এখন থেকে নেবে বিসিবি। তার ভাষায়, 'আমরা তো চাই, তারা চুক্তি অনুযায়ী খেলুক। তবে কেউ যদি ব্যক্তিগত সমস্যায় খেলতে না পারে, সেটাকে আমরা ভিন্ন দৃষ্টিতে দেখে থাকি। তবে আমার মনে হয়, এখন সময় এসেছে আমরা যেকোনো ক্রিকেটারকে বলতে পারি, তোমাকে এই ফরম্যাটে খেলতে হবে। তখন সে হয়তো বলতে পারে, সে অ্যাভেইলেবল না। তবে আমরাই বলে দেব, তুমি এই এই ফরম্যাটে খেলবে। এটা বোর্ড থেকে বলে দিতে চাই, উই ওয়ান্ট ইউ ফর দিজ ফরম্যাট। '

আজই দেশে ফিরেছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কা সিরিজে খেলবেনও বলেছেন। এ বিষয়ে জালাল ইউনুস বলেন, 'সাকিব শ্রীলঙ্কা সিরিজের জন্য অ্যাভেইলেবল, এটা আমরা জানতাম। সে আমাদের বলেছিল, তার পরিবার আমেরিকা যাওয়ার পর সে জানাবে কবে ফিরতে পারে। এটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তবে সে আগেই বলেছিল, শ্রীলঙ্কা সিরিজের জন্য সে ফ্রি। সাকিবের শ্রীলঙ্কা সিরিজের বিষয়ে আমি জানলেও প্রিমিয়ার লিগে তার খেলার সিদ্ধান্তটা হঠাৎ করেই নেওয়া। এটা আমার জানা নেই। আর আমরা চাই সাকিব সব সময় দলে থাকুক। সে খেললে আমাদের বোলিং-ব্যাটিং দুটিতেই ব্যালান্স থাকে। ’

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।